হতদরিদ্র মানুষের আরো এক লাখ ঘর বানানোর কাজ শিগগিরই শুরু হবে: শেখ হাসিনা
হতদরিদ্র মানুষের আবাসন নিশ্চিত করার প্রক্রিয়ায় নতুন অধ্যায়ে পা রাখল দেশ। ৭০ হাজার গৃহহীন পরিবার এখন বাড়ি ও জমির মালিক। শনিবার (২৩ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ৪৯২ উপজেলায় এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো এক লাখ নতুন ঘর বানানোর কাজ শিগগিরই শুরু হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণই বড় উৎসব।
হতদরিদ্র মানুষের আবাসন নিশ্চিতের এ চ্যালেঞ্জিং উদ্যোগের প্রথম পর্যায়ে ঘর ও জমির দলিল আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হলো সুবিধাভোগীদের। ভিডিও কনফারেন্সে খুলনার ডুমুরিয়ার মতো দেশের অন্য উপজেলাগুলোতেও একযোগে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতির পিতার স্বপ্নে দেশকে গড়ে তোলা হচ্ছে সবার জন্য।
অতীতের সরকারগুলো গণতন্ত্রের নামে শোষণের কালো অধ্যায় রেখে গেছেন বলে ক্ষোভ জানান শেখ হাসিনা।
মুজিব শতবর্ষে জাতির পিতার স্বপ্নপূরণ করে মানুষের মুখে হাসি ফোটানোই লক্ষ্য সরকারের- এ সময় তিনি ভিডিও কনফারেন্সে উপকারভোগীদের কথা শোনেন সরকারপ্রধান। কৃতজ্ঞতা জানান হতদরিদ্র মানুষ। দেশের প্রায় নয় লাখ মানুষ পর্যায়ক্রমে আসবেন আবাসন সুবিধার আওতায় বলে জানানো হয়।